Wednesday, July 11, 2018

Use of A number of and The number of

a-number-of-and-the-number-of

আমরা আজকা একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি যদিও খুব ছোট তদুপরি মাঝে মাঝেই আমরা বিষয়টা নিয়ে confusion এ পড়ি। তা হল, A number of এবং the number of . এরা উভয়েই কি একই জিনিস নাকি এদের আলাদা আলাদা অর্থ এবং ব্যবহার বিদ্যমান। আসলে এরা কখনোই একই জিনিস নয় এবং এদের ব্যবহারও একই নয়। এদের যেমন আলাদা অর্থ আছে ঠিক তেমনি আলাদা ব্যবহারও আছে। এই পোস্টে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব।

মূল আলোচনাঃ 

A number of এবং the number of উভয়ের পরেই plural noun বসে। কিন্তু উভয়ের পরে কিন্তু Plural verb বসে না। A number of + plural noun এর পরে verb টি Plural হয়। কিন্তু The number of + plural noun এর পরে verb টি singular হয়। এদের গঠনটি নিম্নে লক্ষ্য করি -

1. A number of + plural noun + plural verb 

2. The number of + plural noun + singular verb 


চলুন, নিচের উদাহরণ দুইটি লক্ষ্য করি - 

Example 01. A number of students are going to the class picnic. 

Example 02: The number of days in a week is seven.

উল্লেখ্য, A number of নির্দেশ করে Many যার অর্থ হল অনেক অর্থাৎ Plural.


Source: CLIFFS TOEFL

No comments:

Post a Comment