Monday, July 9, 2018

Countable and Uncountable Noun

countable-uncountable-noun

আজকা আমরা একটা মজার বিষয় নিয়ে কথা বলব, আর তা হল countable and uncountable noun. আমরা অনেকেই এই দুইটি বিষয় সম্পর্কে অনেক ভাল ধারণা রাখি, তবুও কিছু confusion যুক্ত বিষয় আছে, যা সম্পর্কে না জানলে আমরা মনের অজান্তেই একটা বড় ধরনের mistake করে ফেলব। তাই আমি সেই বিষয় গুলো আজকা তুলে ধরব, যে বিষয় গুলোতে আমরা মাঝে মাঝে confusion এ পড়ি।

মূল আলোচনাঃ 

Countable Noun: যে সকল Noun কে গণনা করা যায় তাদেরকে Countable Noun বলে। যেমনঃ বই (BOOK), কলম (PEN) ইত্যাদি।

Uncountable Noun: যে সকল Noun কে গণনা করা যায় না শুধুমাত্র পরিমাপ করা যায় তাদেরকে Uncountable Noun বলে। যেমনঃ চাল (RICE), পানি (Water) ইত্যাদি।

এখন প্রশ্ন হল-  আমরা কি কখনো uncountable noun কে countable করতে পারি ?

আপনার কি মনে হয়, তা কি সম্ভব ?

হ্যাঁ এইটা সম্ভব। যদি আমরা কোন countable noun এর মধ্যে uncountable noun রাখতে পারি তখন সেই uncountable noun টা countable noun এ পরিণত হয়।

যেমনঃ পানি (Water). পানি একটি uncountable noun. সুতরাং আমরা কখনোই বলতে পারি না A Water. এবার আমরা একে countable noun এ পরিণত করব। যেমন আমর পানিকে একটা গ্লাসের মধ্যে রেখে দিলাম। তাহলে আমরা বলতে পারি - A glass of water- অর্থাৎ এক গ্লাস পানি।


Similarly, A glass of milk  etc.

অতি গুরুত্বপূর্ণ বিষয়ঃ 

Countable and Uncountable Noun এর ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য একই ধরণের পরিমাপক শব্দ ব্যবহার করতে পারি না। যেমনঃ Countable Noun এর ক্ষেত্রে আমরা A pen বলতে পারি কিন্তু Uncountable Noun এর ক্ষেত্রে আমরা A water বলতে পারি না। 

সুতরাং, countable and uncountable noun এর ক্ষেত্রে কোন কোন শব্দ ব্যবহৃত হবে তার একটি ছক নিচে দেয়া হল-

countable-uncountable-noun

Countable and Uncountable Noun



Source: CLIPS TOEFL

No comments:

Post a Comment