Saturday, June 30, 2018

Use of already and yet


ইংরেজীতে কিছু ছোট ছোট বিষয়ে আমাদের confusion সবসময়েই থেকেই থাকে। সে রকমই একটি বিষয় হল Already and Yet. আমাদের মধ্যে অনেকেরই এসবের ব্যবহার নিয়ে পরিষ্কার কোন ধারণা নেই। তাই, আজকের এই পোস্টে আমি এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ, আজকের পর থেকে আপনার কোন confusion create হবে না। তো, চলুন শুরু করা যাক-

মূল আলোচনাঃ 

যদি Google Translate এ Already এর অর্থ দেখি, তাহলে দেখতে পারব Already এর অর্থ হল- ইতিমধ্যে, ইতঃপূর্বে কিংবা কিছু সময় আগেই ইত্যাদি।
এবং, Yet এর অর্থ হল- এখনো কিংবা এখন পর্যন্ত।

সুতরাং, Already and Yet হল এমন দুইটি Adverb যারা অতীতে অনির্দিষ্ট সময়ে কিছু ঘটেছে অথবা ঘটে নি এমন কিছু নির্দেশ করে। মাঝে মাঝে, এগুলো Present Perfect Tense এও ব্যবহৃত হয়।

Already - Affirmative Sentence (হ্যাঁ বোধক বাক্য বুঝায়)
Yet - Negative Sentence  (না বোধক বাক্য বুঝায়)

নোটঃ Already সাধারণত সাহায্যকারী (Auxiliary verb) এবং মূল ক্রিয়া (Main/Principal verb) এর মাঝে বসে। তবে মাঝে মাঝে বাক্যের শেষে কিংবা শুরুতে বসতে পারে। অপরদিকে, Yet বাক্যের শেষে বসে।

আমি আগেই উল্লেখ করেছি, Already Affirmative Sentence নির্দেশ করে এবং Yet Negative Sentence নির্দেশ করে।

নিচের উদাহরণ গুলো লক্ষ্য করি-
Example 01: We have already written our reports.
এখানে, Already, সাহায্যকারী ক্রিয়া (Auxiliary Verb) have এবং মূল ক্রিয়া (Principal Verb) এর মাঝখানে বসেছে এবং হ্যাঁ বোধক অর্থ নির্দেশ করছে।
আরও একটি উদাহরণ লক্ষ্য করি-
Example 02: We have n't written our reports yet.
এখানে, Yet বাক্যের শেষে বসেছে এবং বাক্য না বোধক অর্থ নির্দেশ করছে।

বিশেষ অবস্থাঃ 
যদি Yet বাক্যের শেষে না বসে বাক্যের মাঝে বসানো হয় তবে তখন বাক্যটি না বোধক না হয়ে বরং তা হ্যাঁ বোধক হয়ে থাকে। যেমনঃ-
Example 03: John has n't learned the matter yet. - এখানে, বাক্যেটি না বোধক, কারণ Yet বাক্যের শেষে বসেছে। এবার পরের উদাহরণ টি লক্ষ্য করি-
Example 04: John has yet to learn the matter. - এখানে, বাক্যেটি হ্যাঁ বোধক, কারণ Yet বাক্যের মাঝে বসেছে।

নোটঃ- Yet বাক্যের শেষে বসলে বাক্যটি না বোধক (Negative) হয়ে থাকে। কিন্তু বাক্যের মাঝে বসলে হ্যাঁ বোধক হয়ে থাকে। তখন, সাহায্যকারী ক্রিয়ার পরে Yet বসে, তারপর to যুক্ত হয় এবং পরে মূল Verb টির Base Form বসে।


Source: CLIFFS TOEFL 







No comments:

Post a Comment