Saturday, May 26, 2018

Introduction of Subject in English Grammar



Subject

Subject:-যে কাজ সম্পাদন করে বা বাক্যে যার সম্পর্কে বা উদ্দেশ্যে কিছু বলা হয় তাকেই subject বা কর্তা বলে।
Subject নির্ণয়ের উপায়ঃ-
কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই subject বলে। উদাহরন-.  আমি স্কুলে যাই।
 প্রশ্নঃ  কে স্কুলে জায়? উত্তরঃ আমি, সুতরাং এই বাক্যে Subject হল আমি।
উদাহরণ-২. পাখিরা আকাশে উড়ে।  
প্রশ্নঃ কারা আকাশে উড়ে?
উত্তর পাখিরা। সুতরাং এই বাক্যে পাখিরা হল subject বা কর্তা। subject কে বাংলা ব্যাকরণে উদ্দেশ্য বলা হয়।

Subject singular / plular হতে পারে।
1.  কে হল একবচন সুতরাং কে দিয়ে উত্তর পেলে তা singular subject,
2.  কারা হল বহুবচন সুতরাং কারা দিয়ে উত্তর পেলে তা plural subject,
মনেরাখতে হবে,      Singular Subject= Singular Verb,
     Plural Subject = Plural Verb
বিশেষ ক্ষেত্রে subject নির্ধারণঃ
অনেক সময় subject নির্ণয়ের জন্য কোন বিষয়/কি বিষয় ইত্যাদি প্রশ্ন করতে হয়।
উদাহরণঃ আমের গুনাগুন ভাল।
             প্রশ্নঃ কোন বিষয়টি ভাল? উত্তরঃ আমের গুনাগুন সুতরাং:এখানে subject হল আমের গুনাগুন

of possessive যুক্ত subject: 

.উদাহরনঃ আমের গুনাগুন ভাল।

প্রশ্নঃ কোন বিষয়টি ভাল ? উত্তরঃ আমের গুনাগুন ।
এখানে subject শুধু আম নয় । বরং subject হল  আমের গুনাগুন

Ex: The quality of mango is good.

এখানে, the quality of mango-হল possive যুক্ত subject.
এখানে  ’ of ’ possessive এর কাজ করছে।

‘of ’- possessive যুক্ত subject এর ক্ষেত্রে ‘ of ’ এর পূর্বের Noun যদি singular হয় তাহলে গোটা subject  হবে singular আর যদি of এর পূর্বের Noun টি  Plural হয় তাহলে গোটা subject হবে plural.

এবং আমরা জানি.   s.s=v.s & s.p=v.p

উদাহরনঃ . বইটির গুনাগুন ভাল।
The  quality  of book    is      good .
এখানে, quality singular তাই গোটা subject টাই singular

দ্বিতীয়ত,  ’s (apostrophe s ) যুক্ত possessive subject নিম্নরূপ
উদাহরনঃ ১. কামালের বাবা একজন ডাক্তার ।
এখানে কামাল subject নয়। কারন কামাল possessive form এ আছে।
বরং কামালের বাবা   হল subject .
Apostrophe s যুক্ত subject এর ক্ষেত্রে, Apostrophe s যুক্ত possessive word এর পরে যে Noun থাকবে সেটি যদি Singular হয় তাহলে গোটা subject হবে singular আবার যদি apostrophe s যুক্ত possessive word এর পরে যে Noun  থাকবে সেটি Plural হয় তাহলে গোটা subject হবে plural.

উদাহরনঃ ২ কামালের বাবা ডাক্তার। 
Kamal’s  father       is   a doctor.

এখানে, father singular তাই গোটা subject টাই singular.

তৃতীয়, কিছু word আছে যারা চিরন্তন possessive . যেমন my, our, their, his, her etc.এদের ক্ষেত্রে subject singular নাকি plural হবে তা পূর্বের apostrophe s এর নিয়মানুসারে হবে।
উদাহরনঃ-১. আমার বাবা সৎ । My father is honest. 

এখানে, father singular তাই গোটা subject এই singular. 



Subject এর দ্বিতীয় অংশ আসছে......



No comments:

Post a Comment