Friday, May 18, 2018

How to find a modifier in a sentence


Modifier নিয়ে অনেকেই সমস্যার পড়েন। তাই আমি আজকের এই Post এ Modifier নিয়ে সামান্য আলোচনা করব যা থেকে আপনি Modifier সম্পর্কে একটা clear concept পাবেন ইনশাল্লাহ।
Modifier: Modifier হল একটি Prepositional or Adverb or Adverbial Phrase যা কোন একটি কাজ তথা Action এর তিনটি বিষয় নির্দেশ করতে পারে। যথাঃ-

  1. কাজটি কখন হয়েছে বা হয়েছিল অথবা হবে। অর্থাৎ কাজটি সংঘটিত হবার সময় 
  2. কাজটি কোন জায়গায় হয়েছিল অর্থাৎ কাজটি সংঘটিত হবার জায়গা 
  3. কাজটি সংঘটিত হবার ধরণ 
উপরের তিনটি বিষয় যে Prepositional phrase or Adverb or Adverbial Phrase দিয়ে বুঝায় তাকে Modifier বলে। 

Modifier চেনার উপায়ঃ উপরের তিনটি প্রশ্নের উত্তর গুলোই হল এক একটা Modifier. তিনটি প্রশ্ন আমরা তিন উপায়ে করতে পারি। যথা- 
  1. সময় (Time) -- When 
  2. জায়গা  (Place) -- Where 
  3. ধরণ (Manner) -- How 
যেমনঃ নিচের উদাহরণ গুলো ভাল্ভাবে লক্ষ্য করি। 
  1. রাসেল গতকাল বাজার থেকে একটা বই কিনেছিল। 
প্রশ্নঃ রাসেল কখন বাজার থেকে একটা বই কিনেছিল ? উত্তরঃ গতকাল = Modifier of time 
প্রশ্নঃ রাসেল কোথা থেকে গতকাল একটা বই কিনেছিল ? উত্তরঃ বাজার থেকে = Modifier of place

এবার একটি ইংলিশ উদাহরণ লক্ষ্য করি- 

Example: 1. I was walking on the street slowly.

Question: Where was I walking slowly ?  Answer:  On the Street = Prepositional Phrase = Modifier of place.
Question: How was I walking on the street ? Answer:  Slowly = Adverb = Modifier of manner 

Prepositional Phrase : Prepositional Phrase হল শব্দ গুচ্ছ যা Preposition দিয়ে শুরু হবে এবং Noun দিয়ে শেষ হবে। যেমনঃ   On the street = It begins with preposition (On) and ends with noun (Street).


Notice: I hope you have understood well about modifier. After all, if you have any question, please contact with me.

Source: CLIFFS TOEFL 

No comments:

Post a Comment