Sunday, July 15, 2018

Gerund and Present Participle

gerund present participle

অধিকাংশ শিক্ষার্থীদেরকেই দেখা যায় যে, তারা Gerund and Present Participle সম্পর্কে পরিষ্কার কোন ধারণা রাখে না। সেই সাথে এই বিষয়ে প্রশ্ন করলে তারা তালগোল পাকিয়ে ফেলে। তাহলে, যাদের এই দুইটি বিষয়ে সমস্যা এখনো আছে তাদের জন্যই শুধুমাত্র আজকের এই পোস্টটি। ইনশাল্লাহ আজকের এই আলোচনা আমাদেরকে Gerund and Present Participle সম্পর্কে একটি পরিষ্কার ধারণা প্রদান করবে।

মূল আলোচনাঃ 

Gerund এবং Present Participle উভয়েই হল Verb + ing. তার মানে হল Verb এর সাথে ING যুক্ত করা হলে সেই ing যুক্ত Verb টি হতে পারে Gerund কিংবা হতে পারে Present Participle. সুতরাং Gerund and Present Participle সম্পর্কে বোঝার জন্য চলুন এদের সংজ্ঞা ভাল ভাবে জেনে নেই-

Gerund: V+Ing যুক্ত শব্দটি যদি বাক্যে Noun এর মত কাজ করে তবে তাকে Gerund বলে।
Present Participle: V+Ing যুক্ত শব্দটি যদি বাক্যে Adjective এর মত কাজ করে তবে তাকে Present Participle বলে।

এখন, প্রধান সমস্যা হল এই যে, আমরা কিভাবে বুঝব কোন টি Noun এর কাজ করছে আবার কোনটি Adjective এর কাজ করছে ? 

আর, এই জন্য আমরা একটি কৌশল মাথায় রাখব। আর তা হল, বাক্যে যদি V+Ing যুক্ত শব্দটির পরে অন্য কোন Noun না থাকে তাহলে বুঝতে হবে এই V+Ing যুক্ত শব্দটি বাক্যে Noun এর কাজ করছে। সুতরাং সেইটা একটা Gerund. আর যদি V+Ing যুক্ত শব্দটির পরে অন্য কোন Noun বিদ্যমান থাকে তাহলে বুঝতে হবে এই V+Ing যুক্ত শব্দটি একটি Adjective এর কাজ করছে। সুতরাং এইটা একটি Present Participle.
নিচের উদাহরণ গুলো লক্ষ্য করি এবং তাদের বর্ননাগুলো পড়ি-

Example 01: Swimming is a good habit.
Example 02: I have seen a moving car.

উপরের উদাহরণ গুলো যদি আমরা ভালভাবে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি যে, প্রথম উদাহরণে Swimming (V+Ing)এর পরে অন্য কোন Noun নেই। যার মানে হলে, এই বাক্যে Swimming একটা Noun এর মত কাজ করছে। সুতরাং এখানে, Swimming টা হল একটা Gerund. 

এবার, দ্বিতীয় উদাহরণে লক্ষ্য করলে আমি দেখতে পাচ্ছি, এখানে Moving (V+Ing) এর পরে একটি আলাদা Noun হিসেবে Car বসেছে। যার অর্থ হল এই বাক্যে Moving শব্দটি Adjective এর মত কাজ করছে। সুতরাং এখানে, Moving হল একটি Present Participle. 

Note: Gerund যদি বাক্যে Subject (কর্তা) হিসেবে বসে, তাহলে সেটা সর্বদা Singular (একবচন) হয়ে থাকে। ফলে Gerund এর পরে Verb টিও Singular হয়। 


আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন-  https://web.facebook.com/toeflbd24/

No comments:

Post a Comment