Either ... or এবং Neither .... nor আমাদের কাছে অতি পরিচিত দুইটি বিষয়। আজকের আলোচনা হয়তবা অনেকের কাছে অতি পরিচিত মনে হতে পারে তবুও যাদের কাছে অজানা তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেস্টা। তো চলুন শুরু করা যাক -
মূল আলোচনাঃ
Either ............ or এবং Neither .......... nor এরা দুইটি noun or noun phrase or pronoun কে যুক্ত করে রাখে। নিচে এদের গঠনটি লক্ষ্য করি -
- Either + noun / noun phrase / pronoun + or + noun / noun phrase / pronoun + Extension
- Neither + noun / noun phrase / pronoun + nor + noun / noun phrase / pronoun + Extension
Either _____ or যার অর্থ হল দুইটি যুক্ত noun / noun phrase / pronoun এর মধ্যে যে কোন একটি কিন্তু নির্দিস্ট নয়।
এবং,
Neither____nor যার অর্থ হল যুক্ত দুইটি noun / noun phrase / pronoun এর মধ্যে কোনটি নয়।
আমাদের জানার বিষয় হল, এদের পরে verb কখন singular এবং কখন plural হবে।
আসলে, Either and Neither এর পরের Noun / Noun Phrase / Pronoun এর উপর verb এর Singular কিংবা Plural হওয়া নির্ভর করে না। বরং Or and Nor এর পরে যে Noun / Noun Phrase / Pronoun বসে তার উপর নির্ভর করে। Or and Nor এর পরের Noun / Noun Phrase / Pronoun টি যদি Singular হয় তবে Verb টি হবে Singular এবং যদি Noun / Noun Phrase / Pronoun টি যদি Plural হয় তবে Verb টি হবে Plural.
নিচের উদাহরণ গুলো লক্ষ্য করি-
Example 01: Either John or his father is responsible for this job.
Example 02: Either John or his friends are responsible for this job.
এবার Neither _____ nor এর উদাহরণ গুলো লক্ষ্য করি -
Example 03: Neither John nor his teacher is doing this task.
Example 04: Neither John nor his teachers are doing this task.
Source: CLIFFS TOEFL
No comments:
Post a Comment