Saturday, July 14, 2018

Use of Introductory There

introductory-there

আমি যদি বলি There কত প্রকার তাহলে, অনেক শিক্ষার্থীকেই বলতে শোনা যায় যে, There এর আবার প্রকার ভেদ আছে? তার অর্থ হল, আমাদের মাঝে অনেকেই There সম্পর্কে Clear Concept রাখে না। আর সেজন্যেই আমার আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, There সম্পর্কে আলোচনা করার যাতে করে আমরা একটা সঠিক ধারণা পেতে পারি।

মূল আলোচনাঃ 
There কে আমরা মূলত দুইভাবে বিভক্ত করতে পারি। একটা হল সাধারণ Pronoun এবং আর একটি হল Introductory there. এখন আমরা কিভাবে দুই there কে বিভক্ত করব এবং কিভাবে তাদেরকে চিহ্নিত করব। এ জন্য আমরা নিচের দুইটি উদাহরণ লক্ষ্য করি-

Example 01: A pen is there.  - অর্থ হলঃ সেখানে একটি কলম আছে।
Example 02: There is a pen on the table. - অর্থ হলঃ টেবিলের উপর একটি কলম আছে।

উপরের উদাহরণ দুইটি লক্ষ্য করলে আমরা একটা বিষয়ে পরিষ্কার ধারণা পাচ্ছি যে, প্রথম উদাহরণে there এর অর্থ সেখানে উল্লেখ করা হয়েছে কিন্তু দ্বিতীয় উদাহরণে there এর অর্থ সেখানে কথাটির কোন উল্লেখ নেই।
সুতরাং, প্রথম উদাহরণে যে there ব্যবহার করা হয়েছে তা হল সাধারণ there অর্থাৎ শুধু মাত্র pronoun there. কিন্তু দ্বিতীয় উদাহরণে যে there ব্যবহার করা হয়েছে সেটা হল Introductory there.

তাহলে, আমরা একথা বলতে পারি যে, Introductory there হলে সেই there যা প্রধানত বাক্যের শুরুতে বসে কোন Noun এর পরিচয় প্রদান করে থাকে কিন্তু নিজের কোন অর্থ প্রকাশ করে না।

Introductory There: 


এখন, যদি একটা প্রশ্ন করা হয় যে, Introductory there এর পরে verb singular or plural হবে? তাহলে, আমরা এখন, Introductory there এর পরে verb singular নাকি Plural হবে সে বিষয়ে আলোচনা করি।

আসলে, Introductory there এর পরে Verb singular নাকি Plural হবে তা there এর উপর নির্ভর করে না বরং there এর পরে যে noun বসে সেইটি Singular নাকি Plural তার উপর নির্ভর করে থাকে। There এর পরে যে Noun টি বসে, সেটি যদি Singular হয়ে তবে verb টিও Singular হয় এবং There এর পরের Noun টি যদি Plural হয় তবে Verb টিও Plural হয়।
যেমনঃ নিচের উদাহরণ দুইটি লক্ষ্য করি-

Example 01: There is a pond in front of my house.
Example 02: There are many students in the class room.

No comments:

Post a Comment