আজ আমি একটা নতুন কিন্তু অতি পরিচিত বিষয় নিয়ে আলোচনা করব। যদিও তাদের অর্থ একই কিন্তু Part of Speech ভিন্ন ভিন্ন। আর তারা হল NO and NONE OF. এই দুইটি শব্দই Negative অর্থ নির্দেশ করে। কিন্তু এদের ব্যবহার এবং এদের পরে ব্যবহৃত ক্রিয়াটি Singular নাকি Plural হবে তা মাঝে মাঝেই আমাদের মধ্যে Confusion সৃষ্টি করে থাকে। আর সেই Confusion দূর করার জন্যই আজকের এই পোস্ট।
মূল আলোচনাঃ
No and None এর অর্থ ঋণাত্মক তথা Negative. এদের অর্থ হল না সূচক। No একটি Adjective এর মত কাজ করে থাকে। এর পরে সাধারণত Noun / Noun Phrase বসে থাকে। অপরদিকে, None নিজেই একটি Noun এর মত কাজ করে থাকে। None সাধারণত of এর সাথে যুক্ত অবস্থায় থাকে এবং সর্বদা of এর পূর্বে বসে। আর, আমরা জানি of নামক এই single possessive টি দুইটি Noun কে যুক্ত করে রাখে। আর of এর পূর্বের Noun টি হল None. নিম্নে এদের গঠন লক্ষ্য করি-
1. NO + Noun / Noun Phrase + Verb + Extension
2. None + of + Noun / Noun Phrase + Verb + Extension
এবার, তাহলে আমরা আলোচনা করব এদের পরে verb টি singular নাকি Plural হবে। আসলে, এদের পরের ক্রিয়াটি singular or plural হবে তা নির্ভর করে এদের পরে যে Noun / Noun Phrase টি বসে তার উপর। যদি পরের Noun / Noun Phrase টি singular হয় তবে verb টি হবে Singular এবং যদি পরের Noun / Noun Phrase টি Plural হয় তবে Verb টি plural হবে। নিচের উদাহরণ গুলো লক্ষ্য করি-
Example 01: No pen is found there.
Example 02: No pens are found there.
এবার, None of এর উদাহরণ গুলো লক্ষ্য করি-
Example 03: None of example is relevant to this case.
Example 04: None of examples are relevant to this case.
যদি বুঝতে অসুবিধা হয় তবে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে জানাতে পারেন।
আমাদের ফেসবুক পেজ = https://www.facebook.com/toeflbd24/
Sunday, July 15, 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment