Sunday, July 15, 2018

Relative Pronoun

relative-pronoun

Relative Pronoun - নামটি শুনেই যেন মনে হচ্ছে কারো সাথে Relation তথা সম্পর্ক তৈরি করবে। আসলেও তাই। যাই হোক, আমাদের আজকের আলোচনা মূলত এই Relative Pronoun কে নিয়েই। যদিও অনেকে এই ব্যাপারে হয়তবা ভালই ধারণা রাখেন, তদুপরি আমাদের অনেকের কাছে বিষয়টা অনেকটা ঝাপসার মত লাগতে পারে। আশা করি আজকের এই আলোচনা এই ঝাপসাকে কাটিয়ে আপনাদেরকে একটি পরিষ্কার ধারণা প্রদান করবে ইনশাল্লাহ।

মূল আলোচনাঃ 

সংজ্ঞাঃ Relative Pronoun হল সেই Pronoun যা তার পূর্বে উল্লেখিত Noun / Pronoun এর পরিবর্তে বসে বাক্যের বাকি অংশের সাথে সম্পর্ক স্থাপন করে থাকে। যেমনঃ নিচের উদাহরণটি লক্ষ্য করি-

Sentence 01: The man is a doctor.
Sentence 02: The man is sleeping.

উপরের বাক্য দুইটি কে যদি আমরা একত্রিত করতে চাই, তাহলে আমাদেরকে Relative Pronoun এর সাহায্য নিতে হবে। যেমন নিচের উদাহরণটি লক্ষ্য করি -

Example 01: The man who is sleeping is a doctor.

উপরের উদাহরণে Who যুক্ত করে উপরের বাক্য দুইটি একত্রিত করা হয়েছে। উল্লেখ যে, Who মূলত তার পূর্বে উল্লেখিত Man কে নির্দেশ করছে তথা Man এর পরিবর্তেই ব্যবহৃত হয়েছে। সুতরাং, এখানে

WHO হল একটি Relative Pronoun. 

চলুন, তাহলে আমরা এখন Relative Pronoun হিসেবে Who / That নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আসলে Who and That উভয়েই একই কাজ করে। কিন্তু বাক্যে ব্যবহারের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। যেমন, যদি যুক্ত দুইটি বাক্যে প্রথমটির পরে কমা (,) থাকে তাহলে সেখানে কখনোই That ব্যবহার করা যাবে না বরং অবশ্যই Who ব্যবহার করতে হবে।
যেমনঃ
      Example 02: I know the man, Who have done the job.

Who বাক্যের কোথায় এবং কখন ব্যবহৃত হবে সে বিষয়ে একটু আলোচনা করা যাক-

যদি দেখি বাক্যের মাঝে একটি Noun / Pronoun এর পরে একটি ফাঁকা স্থান এবং পরে একটি Verb অবস্থিত তাহলে বুঝতে উক্ত ফাঁকা স্থানে অবশ্যই একটা Relative Pronoun বসবে।  আর উক্ত Noun / Pronoun যদি ব্যক্তি বাচকতা নির্দেশ করে তবে এক্ষেত্রে Relative Pronoun হিসেবে Who বসে। 

তাহলে গঠনটি গিয়ে দাঁড়াল নিম্নরূপ - N / PN + ______Relative Pronoun________ + Verb

যেমনঃ 
      Example 03: The man Who works hard can shine in life.

তাহলে, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ Relative Pronoun এর ২য় পার্ট নিয়ে আবার হাজির হব।

আমাদের ফেসবুকে পেজে যুক্ত থাকুন -  https://www.facebook.com/toeflbd24/






No comments:

Post a Comment