Noun: সাধারণ অর্থে, কোন কিছুর নাম কে noun বলে। যেমনঃ ব্যক্তি,বস্তু,স্থান,ধারণা,কাজ বা গুণের নাম।উদাহরণ স্বরূপঃ I play football (আমি ফুটবল খেলি) এখানে, ফুটবল হল একটা noun কারণ ফুটবল একটি বস্তুর নাম।
Functions of noun:
১) কোন বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়।
যেমনঃ- Rana plays cricket (রানা ক্রিকেট খেলে). এখানে, রানা একটি noun যা বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়েছে।
২) কোন বাক্যের object হিসেবেও ব্যবহৃত হয়।
যেমনঃ I go to school(আমি স্কুলে যাই). এখানে, school একটি noun যা বাক্যের object হিসেবে ব্যবহৃত হয়েছে।
৩) কোন বাক্যের subject or object complement হিসেবে ব্যবহৃত হয়।
যেমনঃ He is a teacher (তিনি একজন শিক্ষক). এখানে, teacher একটি noun যা বাক্যে subject complement হিসেবে ব্যবহৃত হয়েছে।
Noun চেনার আরও কতিপয় উপায়ঃ
১) Article, adjective, preposition and single possessive এর পর একটি মাত্র word থাকলে তা নিঃসন্দেহে একটি noun. যেমনঃ
He is a boy (সে একজন বালক). এখানে, article ‘a’ এর পর একটি মাত্র শব্দ boy বিদ্যমান। সুতরাং boy একটি noun.
More Examples:
My father is a doctor. (আমার বাবা একজন ডাক্তার). এখানে, my একটি single possessive যার পরের শব্দ father একটি noun.
Love comes from heaven (ভালবাসা স্বর্গ থেকে আসে)। এখানে, from preposition এর পরের শব্দটি (heaven) একটি noun.
২) Gerund (verb+ing) বাক্যে noun হিসেবে ব্যবহৃত হয়।
যেমনঃ Swimming is a good exercise (সাঁতার কাঁটা একটি ভাল ব্যায়াম)। এখানে, swimming (সাঁতার কাঁটা) একটি gerund যা বাক্যের subject and noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
৩) of বাক্যে একটি single possessive এর কাজ করে থাকে। of এর উভয় পাশে দুইটি noun or noun phrase থাকে।
যেমনঃ The headmaster of our school is honest (আমাদের স্কুলের প্রধান শিক্ষক সৎ )। এখানে, of এর বামপাশের headmaster শব্দটি একটি noun এবং ডানপাশের our school – যা একটি noun phrase (single possessive + noun).
৪) নিচের গঠনটি লক্ষ্য করুন।
Structure: Subject + verb + article + adverb + adjective + preposition + noun / pronoun / noun phrase.
উদাহরণঃ I know the English language (আমি ইংলিশ ভাষা জানি)। এখানে, article (the) + _____ (english)+ noun. উপরের structure অনুসারে, এই ফাকা স্থানের শব্দটি হতে পারে adverb বা adjective বা preposition. কিন্তু English শব্দটি কখনোই preposition নয়। সুতরাং ফাঁকা স্থানের শব্দটি preposition হবার সম্ভাবনা থেকে মুক্ত। যেহেতু noun পূর্বে adjective. সেহেতু এখানে, English শব্দটি একটি adjective.
৫) কোন কোন verb এবং adjective এর শেষে suffix যুক্ত করে noun তৈরি হয়। যেমনঃ suffix are (er,or,ar,ee,ce,al,th,tion,sion,ment,age,iour,cy,y,ness,ship,ism,ty,hood,dom).
Examples:
Play (v) + er = Player
Act (v) + or = Actor
Beg (v) + ar = Beggar
Pay (v) + ee= Payee
Advise (v) + ce = Advice
Remove (v) + al = Removal
Grow (v) + th = Growth
Rusticate (v) + tion = Rustication
Express (v) + sion = Expression
Move (v) + ment = Movement
Marry (v) + age = Marriage
Behave (v) + iour = Behaviour
Decent (adj) + cy = Decency.
Honest (adj) + y = Honesty
Broad (adj) + ness = Broadness
Social (adj) + ism = Socialism
Free (adj) + dom = Freedom
Friend (n) + ship = Friendship
Child (n) + hood = Childhood
Really helpful and awesome.
ReplyDelete