Thursday, March 8, 2018

uses of for and since



সাধারণত, আমরা since এবং for এর ব্যবহার নিয়ে মাঝে মাঝেই সন্দেহে পড়ে যাই। ফলে অনেকেই আজেবাজে কিছু বুঝ মাথার মধ্যে নিয়ে গ্রামার শিখতে শুরু করি। যাই হোক আজকের এই পোস্ট আমাদেরকে since এবং for সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা প্রদান করবে ইনশাল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক।

আসলে কোন কাজের সময় সম্পর্কে আমরা তিনটি বিষয়ে ধারণা রাখি। যথাঃ কাজটি কখন থেকে শুরু হয়েছে, কাজটি কখন শেষ তথা সমাপ্ত হয়েছে এবং তৃতীয়ত কাজটি কত সময় ধরে চলেছে আর এর মানে হল -

কত সময় ধরে চলছে বা time duration = কাজ সমাপ্ত - কাজ শুরু

আমরা এখানে দুই ধরণের সময় নিয়ে কথা বলব। যথা কাজ কখন থেকে শুরু হয়েছে এবং কাজ কত সময় ধরে সংঘটিত হয়েছে। কোন কাজের শুরু হবার সময় বুঝালে since এবং কোন কাজ সংঘটিত হবার মোট সময় বুঝালে for বসে।

আমরা নিচের দুইটি উদাহরণ লক্ষ্য করি-

1. I have been suffering from fever since Friday. (আমি শুক্রবার হতে জ্বরে ভুগছি)।
2. I have been suffering from fever for two days. (আমি দুই দিন ধরে জ্বরে ভুগছি)।

প্রথম উদাহরণে, কাজটি কখন থেকে শুরু হয়েছে তা উল্লেখ করা হয়েছে। ফলে সেখানে, since বসেছে। কিন্তু দ্বিতীয় উদাহরণে কাজটি কত দিন ধরে চলছে মানে কাজটির স্থায়িত্বকাল বুঝানো হয়েছে। তাই এখানে for ব্যবহৃত হয়েছে।

source: CLIFFS TOEFL

1 comment: