Thursday, April 5, 2018

How to find complement in a sentence

Complement: একটি complement হল সেই জিনিস যা কোন verb এর কাজ কে comlete তথা সম্পন্ন করে। Complement অনেকটা subject এর মত কাজ করে থাকে। Complement সর্বদা noun or noun phrase হয়ে থাকে। যাই হোক, প্রত্যেক বাক্যেই যে complement থাকতেই হবে সে বাধ্যতামূলক নয়, বরং কোন বাক্যে complement প্রয়োজন সাপেক্ষে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তবে মনে রাখার বিষয় হল এই যে, complement কখনো একটা preposition দিয়ে শুরু হতে পারে না।

complement নির্ণয়ের উপায়ঃ আমরা কোন বাক্যে উপস্থিত complement কে দুই উপায়ে নির্ণয় করতে পারি। যথাঃ

১. what দিয়ে প্রশ্ন করেঃ কোন বাক্যে আমরা যদি what দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তবে what এর সেই উত্তরটি হবে একটি complement. যেমনঃ

Example: I have bought a car.(আমি একটা গাড়ি কিনেছি)

এই বাক্যে আমরা what দিয়ে প্রশ্ন করি-
Question: What have I bought ?  প্রশ্নঃ আমি কি কিনেছি ?  Ans: A car (একটি গাড়ি)

সুতরাং এই বাক্যে গাড়ি (car) হল একটি complement.

২. whom দিয়ে প্রশ্ন করেঃ কোন বাক্যে যদি আমরা whom দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তবে whom এর সেই উত্তরটি হবে একটি complement. যেমনঃ

Example: I called Ria yesterday. (আমি গতকাল রিয়াকে ডেকেছিলাম)

এই বাক্যে আমরা whom দিয়ে প্রশ্ন করি-
Question: Whom did I call yesterday ?  প্রশ্নঃ আমি গতকাল কাকে ডেকেছিলাম ?  উত্তরঃ রিয়া (Ria)

সুতরাং, এই বাক্যে রিয়া হল একটি complement.

নোটঃ what ব্যবহৃত হয় বস্তুবাচক complement বের করার জন্য এবং whom ব্যবহৃত হয় ব্যক্তিবাচক complement বের করার জন্য।

Complement এর প্রকারভেদঃ Complement প্রধানত দুই প্রকার হয়ে থাকে। যথা-

১. Subject (কর্তা) complement
২. Object (কর্ম) complement

Subject Complement: যে complement বাক্যের subject এর কাজ সমাপ্ত করতে সাহায্য করে তাকে subject complement বলে। যেমনঃ

Ex: I was driving a new car.  Question; What was I driving ?   Answer: a new car.

এই বাক্যে a new car এই complement টা বাক্যের subject I কে সাহায্য করেছে। তাই a new car হল এই বাক্যের subject complement.

Object Complement: যে complement বাক্যের object এর কাজ সমাপ্ত করতে সাহায্য করে তাকে object complement বলে। যেমনঃ

Ex: I saw him driving a new car.

এই বাক্যে a new car এই complement টা বাক্যের object  him  কে সাহায্য করেছে। তাই a new car হল এই বাক্যের object complement.


No comments:

Post a Comment